জরুরী ওষুধ

জরুরী ওষুধ *
 এন্টিসেপটিক সল্যুশন (যেমন বিটাডিন/স্যাভলন/ডেটল ইত্যাদি)। * এন্টিবায়োটিক ওয়েস্টম্যান (যেমন ব্যাকট্রোবেন)। * নরমাল স্যালাইন (ছোট বোতল)। * সিলভার সালফা ডায়াজিন (সিল্ক ক্রিম), পোড়া বা ক্ষতের জন্য। * হাইড্রোকর্টিসন ক্রিম_পোকায় কামড়ের চিকিৎসায় কাজে লাগে। * জ্বর ও মাথাব্যথার জন্য_প্যারাসিটামল সিরাপ, ট্যাবলেট ও সাপোজিটরি। * এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ_ঠাণ্ডা, অ্যালার্জির জন্য (যেমন অ্যালাট্রল/এভিল/লরাটিডিন)। * বমিবমি ভাব বা বমি রোধের জন্য_ডমপেরিডন ট্যাবলেট,সাপোজিটরি, সিরাপ। * ডায়রিয়ার জন্য মুখে খাবার স্যালাইন। * এসিডিটি রোধের জন্য এন্টাসিড ট্যাবলেট, সিরাপ। * এ ছাড়াও পরিবারের সদস্যদের প্রয়োজনভিত্তিক কিছু ওষুধ যোগ করা যেতে পারে। যেমন তীব্র ব্যথানাশক হিসাবে আইবুপ্রোফেন রাখা যেতে পারে
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Pages

Theme Support