দাড়ি কাটতে গিয়ে রক্তপাত

দাড়ি কাটতে গিয়ে রক্তপাত
 গজ বা পরিষ্কার রুমাল দিয়ে জায়গাটা চেপে ধরুন কিছুক্ষণ, রক্তপাত বন্ধ না হওয়া পর্যন্ত।
চিকিৎসা
* ফিটকিরি পানিতে ভিজিয়ে লাগান।
* গাঁদা ফুলের পাপড়ি হাতে ঘষে লাগালে রক্ত পড়া বন্ধ হবে।
* রক্তজবার কুঁড়ি হাতে ঘষে লাগালেও রক্ত পড়া বন্ধ হবে।
hi
গরম কিছু খেয়ে জিভ পোড়া জিভে বরফ ঘষুন।
চিকিৎসা
* মধু ও কর্পূর মিশিয়ে লাগান।
* গোলাপজল ও লবঙ্গ তেল ২ ফোঁটা একসঙ্গে মিশিয়ে লাগালে উপকার পাবেন।
* মাখন, মধু ও গুড় একত্রে মিশিয়ে লাগালেও জ্বালা কমবে।
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Pages

Theme Support