বইয়ের ভূমিকা

কম্পিউটারের জন্ম হয়েছিল কম্পিউট বা হিসাব করার জন্য। এখন কম্পিউটারে মানুষ গান শোনে, সিনেমা দেখে, চিঠি লেখে, ফেসবুক করে, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে এমনকি চুরিচামারি পর্যন্ত করে কিন্তু হিসাব করে না! অথচ কম্পিউটারে কম্পিউট করার মতো আনন্দ আর কিছুতে নয়, সেটি করার জন্য যেটি জানা দরকার, সেটি হচ্ছে একটুখানি...
Share:

প্রোগ্রামিং এর প্রথম প্রোগ্রাম

প্রোগ্রামিংয়ের জগতে স্বাগতম! আমরা এখন একটি প্রোগ্রাম লিখে ফেলব, যেটি তোমার কম্পিউটারের স্ক্রিনে Hello World দেখাবে বা প্রিন্ট করবে। এটি হচ্ছে প্রোগ্রামিংয়ের একটি ঐতিহ্য। পৃথিবীর অধিকাংশ প্রোগ্রামারই জীবনের প্রথম প্রোগ্রাম হিসেবে এটি লেখে। আমি এই বইয়ের প্রোগ্রামগুলো চালানোর জন্য Codeblocks ব্যবহার করব। তবে তোমরা অন্য কিছু ব্যবহার করলেও কোনো সমস্যা...
Share:

[প্রোগ্রামিং শুরুর আগে।]

কম্পিউটার তো আসলে গণনা করার যন্ত্র, তাই না? যদিও আমরা এটি দিয়ে গান শুনি, ভিডিও দেখি, গেমস খেলি, আরও নানা কাজ করি। আসলে শেষ পর্যন্ত কম্পিউটার বোঝে শূন্য (0) আর একের (1) হিসাব। তাই ব্যবহারকারী (user) যা-ই করুক না কেন, কম্পিউটার কিন্তু সব কাজ গণনার মাধ্যমেই করে। কম্পিউটারের ব্যবহার এত ব্যাপক হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে নানা রকম সফটওয়্যার দিয়ে নানা...
Share:

জেনে নিন বাংলাদেশের সকল থানার ওসিদের মোবাইল নাম্বার ।।

যে সকল কারনে এই সকল নম্বরে ফোন করার প্রয়োজন হতে পারে : ১। কোন দূর্ঘটনার সংবাদ জানাতে ২। কোন অপমৃত্যুর সংবাদ জানাতে ৩। অগ্নিকান্ডের সংবাদ জানাতে ৪। বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতির সংবাদ জানাতে ৫। কোন পলাতক/ফেরারী অপরাধীদের অবস্থান জানাতে ৬। মাদকদ্রব্য সম্পর্কে তথ্য প্রদানের জন্য ৭। অবৈধ আগ্নেয়াস্ত্র...
Share:

Pages

Theme Support