বিষাক্ত পোকার কামড়ের

বিষাক্ত পোকার কামড়ের
 বিষাক্ত পোকার কামড়ের স্থানে বরফ দেওয়া দেতে পারে। প্রয়োজনে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং ক্ষত স্থানে এন্টিসেপটিক লোশন প্রয়োগ করুন। সাপের কামড়ের ক্ষেত্রে দাঁতের দাগ দেখে চিনতে চেষ্টা করতে হবে, সাপটি বিষাক্ত কি না। বিষধর সাপের ক্ষেত্রে দুই সারি দাঁতের দাগের বাইরে আরো দুটি দাগ দেখা যাবে। সাপের কামড়ের কয়েক ইঞ্চি উপরে কাপড় বা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিতে হবে যাতে রক্ত চলাচল কমে যায়। প্রয়োজনে সাপের কামড়ের স্থানে কেটে নিয়ে রক্ত শুষে ফেলতে হবে_ তবে পদ্ধতিটি অবশ্যই শিখে নিতে হবে
Share:

Related Posts:

0 comments:

Post a Comment

Pages

Theme Support